ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
গবেষণার সুযোগ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ-এ (আইসিএআর)। ওই সংস্থার অধীন ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট-এ ইয়ং প্রফেশনাল প্রয়োজন। নিয়োগ করা হবে তিনজনকে।
প্রার্থীদের বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি-র মধ্যে যে কোনও একটিতে স্নাতক হতে হবে। তবে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও ওই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই প্রার্থীদের মাইক্রোঅর্গানিজ়ম, মলিকিউলার এবং এপিডেমিয়োলজিক্যাল টেকনিক্স নিয়ে কাজের দক্ষতা থাকা দরকার।
নিযুক্তের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। পারিশ্রমিক হিসেবে ইয়ং প্রফেশনাল ৩০,০০০ থেকে ৪২,০০০ টাকা পাবেন। তাঁদের নিয়োগের পর মার্চ, ২০২৬ থেকে ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদন পাঠাতে পারবেন।
১৯ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে ই-মেল মারফত আবেদনকারীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি পাঠাতে পারেন। ইন্টারভিউয়ের পর কাদের বেছে নেওয়া হল, সেই তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (iari.res.in) প্রকাশিত হবে।