সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। ছবি: সংগৃহীত।
রসায়নে উচ্চশিক্ষিত ব্যক্তিকে নিয়োগ করবে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। প্রতিষ্ঠানের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়েছিল,‘সায়েন্টিস্ট’ হিসাবে এক জনকে বেছে নেওয়া হবে।
উল্লিখিত বিষয়ে কিংবা রেডিয়োলজিক্যাল ফিজ়িক্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের রেডিয়োলজিক্যাল সেফটি ইঞ্জিনিয়ারিং বা রেডিয়েশন প্রোটেকশন বিষয়ে প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, রেডিয়েশন সেফটি অফিসার পদে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ অক্টোবর। এ ছাড়াও ডাকযোগে আবেদন পত্র গ্রহণ করা হবে, সে ক্ষেত্রে আবেদনের শেষ দিন ২৮ অক্টোবর।