WB Health Recruitment 2025

রামপুরহাট স্বাস্থ্য জেলায় মেডিক্যাল অফিসার-সহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ প্রয়োজন

অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে রামপুরহাট স্বাস্থ্য জেলা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

কোন কোন বিভাগে হবে নিয়োগ?

পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেসিস্ট, মেডিক্যাল অফিসার, পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে নিযুক্তদের করতে হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের উল্লিখিত পদে কাজের সুযোগ দেওয়া হবে। তবে, তাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিও থাকা চাই।

মেডিক্যাল অফিসার পদে প্যাথোলজি, ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

অনূর্ধ্ব ৬৭ বছর বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে।

কোথায় হবে কর্মস্থল?

ন্যাশনাল হেলথ মিশনের বিভিন্ন প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

কাজের অভিজ্ঞতা, পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স এবং এমবিবিএস-এ প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে।

পারিশ্রমিক:

নিযুক্তরা প্রতি মাসে ২৪ হাজার থেকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

আবেদন কী ভাবে?

অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ১৫ অক্টোবর আবেদনের শেষ দিন। আবেদনমূল্য ১০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement