Semester System in Higher Secondary

দ্বিতীয় পর্বের সেমেস্টারে প্রশ্ন থাকবে কতগুলি? জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

প্রথম পর্বের সেমেস্টারে কম সময় থাকার কারণে উত্তর লিখতে না পারার অভিযোগ করেছিল পরীক্ষার্থী। দ্বিতীয় পর্বের পরীক্ষায় সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে প্রশ্নপত্রের নম্বর বিভাজন কেমন হতে চলেছে, তা আগেই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমেস্টারে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরীক্ষার্থীদের। সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে দ্বিতীয় পর্বে অর্থাৎ চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপত্র কেমন ভাবে সাজানো থাকবে তা আগেই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদে। একই সঙ্গে ৪০ নম্বরের প্রশ্নে বড় এবং ছোট প্রশ্নের সংখ্যা কত, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

প্রশ্ন সংখ্যা:

দ্বিতীয় পর্বের পরীক্ষার পূর্ণমান ৪০ নম্বর। এর মধ্যে ‘শর্ট আনসার টাইপ কোয়েশ্চনস’ হিসাবে ২ নম্বরের পাঁচটি করে, ৫ নম্বরের দু’টি এবং ‘ডেস্ক্রিপ্টিভ টাইপ কোয়েশ্চনস’ হিসাবে ১০ নম্বরের দু’টি প্রশ্ন থাকবে।

Advertisement

বিকল্প বেছে নেওয়ার সুযোগ:

একাধিক প্রশ্নের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ যদি একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসাবে আরও দু’টি প্রশ্ন থাকবে। দু’টি প্রশ্নের ক্ষেত্রে চারটি এবং তিনটি প্রশ্নের ক্ষেত্রে ছটি প্রশ্ন দেওয়া হবে।

চলতি বছরেই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। তাতে ওএমআরশিটে পরীক্ষা দেওয়া বা সব প্রশ্নের উত্তর সময়ের মধ্যে লিখতে না পারার মতো অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। তার দায়ও স্বীকার করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই পরবর্তী পর্বের পরীক্ষার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে।

২২ সেপ্টেম্বর প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু দ্বিতীয় পর্বের পরীক্ষা, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগেই প্রশ্নপত্রের নম্বর বিভাজন কেমন হবে, তা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement