Jobs in Purba Bardhaman

মিড ডে মিল প্রোগ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন, যোগদানের সুযোগ পূর্ব বর্ধমানে

পূর্ব বর্ধমানের জামালপুর ডেভেলপমেন্ট ব্লকে সুপারভাইজ়ার এবং অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক বা সরকারি কর্মীদের নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১২:৫৬
Share:

— ফাইল চিত্র।

মিড ডে মিল প্রোগ্রামে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষক বা সরকারি কর্মীরা। পূর্ব বর্ধমানের জামালপুর ডেভেলপমেন্ট ব্লকে ওই ব্যক্তিদের ব্লক লেভেল সুপারভাইজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

৬২ থেকে ৬৫ বছর বয়স এবং অবসর গ্রহণ করেছেন, এমন শিক্ষক বা সরকারি কর্মীরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অ্যাকাউন্টস দেখাশোনার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হবে। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করবে ব্লক লেভেল সিলেকশন কমিটি।

পূর্ব বর্ধমান জেলার ওয়েবসাইটে ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্মও প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের দিন ওই ফর্ম-সহ জীবনপঞ্জি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পেনশন, শিক্ষাগত যোগ্যতা এবং ঠিকানার প্রমাণপত্রের নথি সঙ্গে আনতে হবে।

Advertisement

২৯ নভেম্বর জামালপুর ডেভেলপমেন্ট ব্লকের চেম্বারে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বেলা সাড়ে ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে পূর্ব বর্ধমান জেলার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement