Apprentice Recruitment 2025

শিক্ষানবিশ প্রয়োজন ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখায়, কোন কোন বিভাগে প্রশিক্ষণ চলবে?

নিযুক্তদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:৩৮
Share:

প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় রেলের তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। তাঁদের প্রশিক্ষণ চলবে রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়্গপুর, আদ্রা, রাঁচি, চক্রধরপুর, বোকারো ডিভিশন এবং এর অধীনস্থ ওয়ার্কশপে। মোট শূন্যপদ ১,৭৮৫।

Advertisement

নিযুক্তদের ফিটার, কার্পেন্টার, টার্নার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিস্ট, মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা নির্দিষ্ট অঙ্কের টাকা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের আইটিআই কোর্স সম্পূর্ণ থাকা দরকার। উল্লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ ডিসেম্বর। আবেদনমূল্য ১০০ টাকা। বাছাই প্রার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ-পূর্ব শাখার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement