PM Internship Scheme 2025

দশম উত্তীর্ণদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

অংশগ্রহণকারীদের ব্যাঙ্কিং থেকে শুরু ইনফরমেশন টেকনোলজি, সফ্‌টঅয়্যার ডেভেলপমেন্ট-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের প্রশিক্ষণ দেবে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৪:২৭
Share:

ছবি: প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ব্যাঙ্ক কিংবা সফ্‌টঅয়্যার ডেভেলপমেন্ট সংস্থায় বসে কাজ শেখার সুযোগ। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের তরফে প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ২০২৫-এর অধীনে এই প্রশিক্ষণ নিতে পারবেন ২১ থেকে ২৪ বছর বয়সি ব্যক্তিরা। এ ক্ষেত্রে তাঁদের দশম উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

তবে, যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, কিংবা বৃত্তিমূলক বা স্নাতক স্তরে কোন বিষয় নিয়ে অনলাইনে পড়াশোনা করছেন, কিন্তু কোনও চাকরি করছেন না, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। মোট এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ছ’মাস হাতেকলমে কোনও সংস্থায় থেকে কাজ শেখানো হবে।

যে সমস্ত ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে, তার একটি তালিকা দেওয়া হল—

Advertisement
  • ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সফ্‌টঅয়্যার ডেভেলপমেন্ট
  • ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস
  • অয়েল, গ্যাস অ্যান্ড এনার্জি
  • এভিয়েশন অ্যান্ড ডিফেন্স
  • মেটালস অ্যান্ড মাইনিং
  • এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস
  • কনসাল্টিং সার্ভিসেস
  • টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং
  • জেমস অ্যান্ড জুয়েলারি
  • ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড হেলথকেয়ার
  • রিটেল অ্যান্ড কনজ়িউমার ডিউরেবলস
  • টেলিকম

অংশগ্রহণকারীরা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে ৪,৫০০ টাকা এবং সংস্থার তরফে ৫০০ টাকা সাম্মানিক হিসাবে পাবেন। এ ছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পর সরকারি শংসাপত্রও দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা আবেদন সংক্রান্ত অন্যান্য় তথ্য দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement