ছবি: প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ব্যাঙ্ক কিংবা সফ্টঅয়্যার ডেভেলপমেন্ট সংস্থায় বসে কাজ শেখার সুযোগ। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের তরফে প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ২০২৫-এর অধীনে এই প্রশিক্ষণ নিতে পারবেন ২১ থেকে ২৪ বছর বয়সি ব্যক্তিরা। এ ক্ষেত্রে তাঁদের দশম উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
তবে, যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, কিংবা বৃত্তিমূলক বা স্নাতক স্তরে কোন বিষয় নিয়ে অনলাইনে পড়াশোনা করছেন, কিন্তু কোনও চাকরি করছেন না, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। মোট এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ছ’মাস হাতেকলমে কোনও সংস্থায় থেকে কাজ শেখানো হবে।
যে সমস্ত ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে, তার একটি তালিকা দেওয়া হল—
অংশগ্রহণকারীরা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে ৪,৫০০ টাকা এবং সংস্থার তরফে ৫০০ টাকা সাম্মানিক হিসাবে পাবেন। এ ছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পর সরকারি শংসাপত্রও দেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা আবেদন সংক্রান্ত অন্যান্য় তথ্য দেখে নিতে পারেন।