CIPET CSTS Recruitment 2025

হলদিয়ায় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ, শূন্যপদ সাতটি

নিযুক্তদের পারিশ্রমিক বাবদ মাসে ৩০,০০০-৩৫,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:১৬
Share:

সিপেট-সিএসটিএস। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিপেট)-এ কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট (সিএসটিএস)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে একাধিক বিষয়ে শিক্ষকতার সুযোগ পাবেন নিযুক্তেরা। কর্মস্থল হবে হলদিয়া। এর জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে লেকচারার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা সাত। নিযুক্তদের মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল/ অপারেশনাল ম্যানেজমেন্ট, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইংরেজি বা কমিউনিকেশন স্কিলস, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলি পড়াতে হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, সমস্ত নিয়োগই চুক্তিভিত্তিক এবং নিযুক্তদের পারিশ্রমিক বাবদ মাসে ৩০,০০০-৩৫,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিষয়গুলি পড়ানোর জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস এবং পিএইচডি রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement