ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।
পরামর্শদাতা পদে রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মী নিয়োগ করবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের একটি প্রকল্পে কাজের জন্য ওই পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
কম্পিউটার সফটঅয়্যার, ইনফরমেশন টেকনোলজি, কন্টেন্ট ডেভেলপার বিভাগে পূর্বে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে নিয়োগের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন।
নিযুক্তের বয়স ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ১,০০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। সংস্থার তরফে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে রাখা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের জীবনপঞ্জি এবং অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে সরাসরি সংস্থার নয়াদিল্লির ঠিকানায় উপস্থিত হওয়া প্রয়োজন। আগামী ২৪ জুন ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (ncert.nic.in) থেকে দেখে নিতে পারেন।