UG Admission 2025

জেইই অ্যাডভান্সডের র‌্যাঙ্ক নিয়ে স্নাতকে কোথায় ভর্তি হবেন, কোন বিষয় নিয়ে পড়বেন?

র‌্যাঙ্ক তালিকায় থাকা পড়ুয়ারা ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ছাড়াও ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি), ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক) ডিগ্রি ছাড়াও ডুয়াল ডিগ্রি কোর্সেও ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৫:০৭
Share:

জেইই অ্যাডভান্সডের র‌্যাঙ্ক তালিকায় থাকলে কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে? প্রতীকী চিত্র।

রাজ্য থেকে আইআইটি প্রবেশিকায় ৫ হাজারের বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। সর্বভারতীয় স্তরে ফলাফলের নিরিখে তাঁদের কেউ প্রথম ১০০ জন, আবার কেউ প্রথম ৫০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তবে, উত্তীর্ণ পড়ুয়ারা প্রত্যেকেই ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্সে প়ড়তে পারবেন। শুধু তা-ই নয়, তাঁরা ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি), ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক)-ও পড়তে পারবেন।

Advertisement

এ ছাড়াও ডুয়াল ডিগ্রি কিংবা ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ সায়েন্স-মাস্টার অফ সায়েন্স (বিএস-এমএস) কোর্সও নিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। তবে এ ক্ষেত্রে, পাঁচ বছরের কোর্স করতে হবে।

কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ?

Advertisement

জেইই অ্যাডভান্সডের র‌্যাঙ্ক তালিকায় থাকলে, দেশের ২৩টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে পড়ার সুযোগ পাওয়া যাবে এ ছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠানে এই প্রবেশিকার র‌্যাঙ্কের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়, সেগুলির তালিকা নীচে দেওয়া হল—

১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু

২. তিরুঅনন্তপুরমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি

৩. রাজীব গান্ধি ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি

৪. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি

৫. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইসিএসইআর)-এর সাতটি কেন্দ্র

বিষয়ের বৈচিত্র্য:

পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আর্কিটেকচার শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। এর মধ্যে সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স-এর মতো বিষয় রয়েছে। আবার বায়ো-ইঞ্জিনিয়ারিং, স্পেস সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়েও পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।

নতুন বিষয়:

চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু বিষয় স্নাতক স্তরে চালু হয়েছে। নীচে তার তালিকা দেওয়া হল—

  • আইআইটি দিল্লি থেকে রসায়ন বিষয়ে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি এবং ডিজ়াইন বিষয়ে চার বছরের ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্স চালু করা হয়েছে।
  • আইআইটি মাদ্রাজ থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্স বিষয়ে চার বছরের ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্স চালু করা হয়েছে।

তবে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকেই জয়েন্ট সিট অ্যালোকেশন অথোরিটি (জেওএসএএ)-র কাউন্সেলিংয়ে যোগ দিতে পারবে। ওই কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। ইতিমধ্যেই সেই কাউন্সেলিংয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন এবং চয়েজ ফিলিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য জেওএসএএ-এর মাধ্যমে মোট ১২৮টি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement