CSIR Recruitment 2025

দুর্গাপুরের সিএমইআরআইতে কর্মখালি, কোন পদে চলছে নিয়োগ?

নিযুক্তেরা যোগ্যতার নিরিখে প্রতি মাসে ৩৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮
Share:

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ কর্মী নিয়োগ করা হবে। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে,জুনিয়র সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ১৬টি।

Advertisement

উল্লিখিত পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের জেনারেল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এবং স্টোরস অ্যান্ড পারচেজ় বিভাগে কাজ করতে হবে।

Advertisement

লিখিত পরীক্ষা , মেন্টাল এবিলিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করে নেওয়া হবে। অনলাইনে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কী কী নথি জমা দিতে হবে, সেই সম্পর্কে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১৬ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement