Apprentice Recruitment in DRDO

ডিআরডিও অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন, প্রশিক্ষণের সময় মিলবে ভাতাও

স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৪ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:৫৮
Share:

প্রতীকী চিত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট নামে ওই সংস্থায় ৫০ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

ডিআরডিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৪ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে।

যে সমস্ত বিষয়ে স্নাতকদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে, তার একটি তালিকা দেওয়া হল।

Advertisement

১. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

২. এরো ইঞ্জিনিয়ারিং

৩. ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

৫. ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

৬. মেটালার্জি ইঞ্জিনিয়ারিং

৭. ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং

৮. বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন

৯. হিউম্যান রিসোর্স

১০. ডেটা অ্যানালিটিক্স

এ ছাড়াও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক। সেখানে দেওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্যান্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ২০ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement