DRDO Recruitment 2025

ডিআরডিও অধীনস্থ সংস্থায় গবেষক প্রয়োজন, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা পাবেন অগ্রাধিকার

নিযুক্তেরা প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪২
Share:

ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। চণ্ডীগড়ের ডিফেন্স জিয়োইনফরমেটিক্স রিসার্চ এসট্যাবলিশমেন্ট নামে ওই সংস্থায় ১২ জনকে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে।

Advertisement

ডিআরডিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, জিয়োফিজ়িক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ডিজ়াইন, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিভাগের আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তেরা প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। এই কাজের জন্য তাঁদের দু’বছরের চুক্তিতে বহাল থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারভিউ চণ্ডীগড়ে নেওয়া হবে।

Advertisement

৬ মে এবং ৭ মে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন ওই ফর্মটির সঙ্গে আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement