হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, কর্মীরা সংস্থায় বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন। প্রার্থীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকে।
সংস্থায় চার্জম্যান (ইলেকট্রিক্যাল), ইলেকট্রিশিয়ান ‘এ’, ইলেকট্রিশিয়ান ‘বি’, ওয়েড ‘বি’ এবং ওয়েড ‘সি’ পদে। মোট শূন্যপদ ১৮টি। নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে রাজস্থানের খেত্রি কপার কমপ্লেক্সে। এ ছাড়া বাকি সুযোগসুবিধাও মিলবে। বিভিন্ন পদে নিযুক্তদের বেতনকাঠামো মাসে ২৮,২৮০-৫৫,৬২০ টাকা থেকে সর্বাধিক ২৮,৭৪০-৭২,২১১০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে তাঁদের।
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য বিভিন্ন বিষয়ে স্নাতক যোগ্যতা, ডিপ্লোমা বা আইটিআই উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে।