রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ছবি: সংগৃহীত।
চিকিৎসক হিসাবে কাজের সুযোগ দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সংস্থার দেহরাদূনের দফতরে মেডিক্যাল কনসালট্যান্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
অ্যালোপ্যাথিক-এ ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, তাঁদের জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) ডিগ্রি থাকা প্রয়োজন।
উল্লিখিত পদে অ্যালোপ্যাথি নিয়ে কাজের অন্তত দু’বছরের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি ঘণ্টায় ১,০০০ টাকা করে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘণ্টা করে কাজ করতে হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৩ নভেম্বর।