ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
বৈধ গেট (ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা) স্কোর থাকলে গবেষণার সুযোগ পাওয়া যাবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ়-এর গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ রয়েছে। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।
ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত প্রকল্পে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকতে হবে। তবে, যাঁরা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন।
আবেদনকারীদের অ্যানালগ এবং মিক্সড সিগন্যাল সার্কিট ডিজ়াইন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। মোট ২ দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা।
আগ্রহীদের অনলাইনে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর।