ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। নিজস্ব চিত্র।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার ফার্মাকোলজি বিভাগের প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
ফার্মাসি, ভেটেরিনারি সায়েন্সেস কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি উল্লিখিত বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের গবেষণা ক্ষেত্রে লেশম্যানিয়া বেসড ইমিউনোলজি, মলিকিউলার বায়োলজি টেকনিক্স নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেসরকারি সংস্থার তরফে ওই প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া হবে। সেই অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে বাড়ি ভাড়া-সহ পারিশ্রমিক বাবদ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের ২৯ অক্টোবর সরাসরি আইপিজিএমইআর, কলকাতায় উপস্থিত থাকা প্রয়োজন। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।