ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারদের গবেষণার সুযোগ দেবে আইআইআইটি, কল্যাণী। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কোয়ান্টাম ক্রিপ্ট-অ্যানালিসিস নিয়ে গবেষণার কাজ চলছে। তাতেই জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।
ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজিক্যাল শাখার অধীনে কম্পিউটার সায়েন্স, ম্যাথ্মেটিক্স, ইনফরমেশন সিকিউরিটি-র মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়ার প্রয়োজন।
পাশাপাশি, প্রার্থীদের ক্রিপ্টোলজি, কোয়ান্টাম গেটস অ্যান্ড সার্কিটস, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি নিয়ে কাজের দক্ষতা এবং যথাযথ জ্ঞান থাকা দরকার। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। মোট দু’বছরের চুক্তিতে কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা।
আগ্রহীদের ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ই-মেল মারফত আবেদনের শেষ দিন ৪ নভেম্বর, ডাকযোগে ৭ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্ত ব্যক্তি আইআইআইটি, কল্যাণী থেকে পিএইচডি করারও সুযোগ পাবেন।