MEITY Recruitment 2026

বিশেষ শর্তে ইঞ্জিনিয়ারেরা পাবেন আধিকারিক পদে যোগদানের সুযোগ, দিতে হবে ইন্টারভিউ

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের অধীন সফট্অয়্যার পার্কস অফ ইন্ডিয়া চিফ অপারেটিং অফিসার পদে কর্মী নিয়োগ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১০:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নির্দিষ্ট সময়ের চুক্তিতে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। তাঁদের বিশেষ বিষয়ে ডিগ্রি থাকা চাই। তবেই, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের অধীনে কাজ করার সুযোগ পাবেন। শূন্যপদ একটি।

Advertisement

মন্ত্রক অধীনস্থ সফট্অয়্যার পার্কস অফ ইন্ডিয়া-য় চিফ অপারেটিং অফিসার পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। কিন্তু এ ক্ষেত্রে তাঁদের পার্ট টাইম বা ফুল টাইম এমবিএ ডিগ্রিও থাকতে হবে।

এ ছাড়াও প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত ৮ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। নির্দিষ্ট সময়ের চুক্তিতে আধিকারিক হিসাবে কাজের সুযোগ থাকছে। নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

স্ক্রিনিং কমিটি প্রার্থীদের আবেদন খতিয়ে দেখবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। আগ্রহীদের অনলাইনে সংস্থার ওয়েবসাইটে আবেদনপত্র পাঠাতে হবে। ১৩ জানুয়ারি আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement