Govt Jobs for Engineers 2025

ইঞ্জিনিয়ার খুঁজছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিশেষ শর্তে স্নাতকেরা পাবেন আবেদনের সুযোগ

কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কাজের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ করা হবে স্নাতকদের। ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ওই সংস্থায় চাকরির আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ ডিসকাশন, গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

কম্পিউটার বেসড টেস্ট দেশের ৪৪টি কেন্দ্রে নেওয়া হবে। প্রার্থীরা আবেদনের সময় নিজের পছন্দের শহর বেছে নেওয়ার সুযোগ পাবেন। নিযুক্তরা প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা বেতনক্রমে পারিশ্রমিক হিসাবে পাবেন।

কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকরা ইঞ্জিনিয়ার পদে নিয়োগের আবেদনে সুযোগ পাবেন। তাঁদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। পরীক্ষার অ্যাডমিট কার্ড ১৭ অক্টোবর থেকে পাওয়া যাবে। কম্পিউটার বেসড টেস্ট হবে ৩১ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement