West Bengal Teacher Recruitment

পিএইচডি-র পর শিক্ষকতার সুযোগ! আবেদন গ্রহণ করবে আইআইইএসটি শিবপুর

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।

স্বল্প সময়ের চুক্তিতে শিক্ষক নিয়োগ করবে রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে একাধিক বিভাগে ‘গেস্ট ফ্যাকাল্টি’ পদে কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদ একটি।

Advertisement

যোগ্যতার মাপকাঠি:

প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস-এ ‘গেস্ট ফ্যাকাল্টি’ প্রয়োজন। ম্যানেজমেন্ট সায়েন্সেস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের শিক্ষকতা, গবেষণাপত্র প্রকাশের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

চুক্তির মেয়াদ:

নিযুক্ত ব্যক্তি মোট দু’বছরের জন্য শিক্ষকতার সুযোগ পাবেন।

কী ভাবে যোগ্যতা যাচাই?

প্রতিষ্ঠানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিল্ডিংয়ে ১৮ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

অন্য তথ্য:

শিক্ষক হিসাবে অন্য কোনও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের আবেদনের সময় নো অবজেক্শন সার্টিফিকেট জমা দিতে হবে।

নিযুক্তেরা প্রতি মাসে এক লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন। তবে, এই পারিশ্রমিক ছাড়া অন্য কোনও ভাতা তাঁদের জন্য বরাদ্দ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement