10th Pass Job Vacancies 2025

দশম উত্তীর্ণদের জন্য গবেষণার সুযোগ, শর্ত জানাল সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৮ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দশম উত্তীর্ণরা ব্যক্তিরা গবেষণার কাজে যোগ দিতে পারবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে এমন ব্যক্তিদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংস্থার ‘রিসার্চ, ডিজ়াইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ সলিড অক্সাইড ইলেকট্রোলাইজ়ার অফ ফোরকেডব্লু’ শীর্ষক প্রকল্পে কর্মী প্রয়োজন। দশম উত্তীর্ণদের ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক মেকানিক ট্রেডের মধ্যে যে কোনও একটিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) ডিগ্রি থাকা দরকার।

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা ওই পদে আবেদন করতে পারবেন। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। ৩১ মার্চ, ২০২৮ পর্যন্ত ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১৮ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। এ জন্য সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ (cgcri.res.in) দেওয়া ই-মেল আইডিতেই আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement