ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ কাজের সুযোগ। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় আইন বিষয়ে পেশাদার নিয়োগ করা হবে। এ জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
নিয়োগ হবে চিফ জেনারেল ম্যানেজার পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্তকে সংস্থার আইন বিভাগে কাজ করতে হবে। তাঁর কর্মস্থল হবে কলকাতা বা দেশের অন্য শহরে। বেতনক্রমের পরিমাণ হবে মাসে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।
প্রার্থীদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি আইনে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। একই সঙ্গে প্রয়োজন ২৩ বছরের পেশাগত অভিজ্ঞতার।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।