NTPC Recruitment 2025

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে এনটিপিসি, আবেদনের শর্তাবলি কী?

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৩০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫৪
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৫।

Advertisement

হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর পদে পূর্বে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য ৭১ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা অনলাইন মাধ্যমের পাশাপাশি, অফলাইনেও আবেদন জানাতে পারবেন।

Advertisement

মহিলা এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত ছাড়া অন্য প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। আবেদন ২৫ এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement