Bank of Maharashtra Recruitment 2025

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে আধিকারিক প্রয়োজন, কী ভাবে করা যাবে আবেদনের শেষ দিন কবে?

নিযুক্তের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৭:০৭
Share:

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ছবি: সংগৃহীত।

শুধু পুণের সদর দফতরে নয়, দেশে দু’হাজারের বেশি শাখায় কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ব্যাঙ্কে একটি স্থায়ী পদমর্যাদায় নিয়োগ হবে। রয়েছে বেশ কিছু শূন্যপদ। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে জেনারিস্ট অফিসার পদে। মোট শূন্যপদ ৫০০। ব্যাঙ্কের তরফে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এই নিয়োগ। প্রথমে নিযুক্তদের ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে। নিজেদের কাজ যথাযথ ভাবে সম্পন্ন করতে পারলে, তবেই ‘কনফারমেশন’ দেওয়া হবে তাঁদের। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ব্যাচেলর্স বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিতে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য শর্তের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেনমূল্য বাবদ যথাক্রমে ১১৮ এবং ১১৮০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। নিয়োগ পরীক্ষা সম্বন্ধে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement