হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে। মোট ৬২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড-এর ব্যারাকপুরের দফতরে ডিপ্লোমা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ওই দফতরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সিভিল, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং-সহ বাণিজ্য এবং বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা প্রশিক্ষণ পাবেন।
প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্নাতক কিংবা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
এ জন্য আলাদা করে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে না। তাঁদের ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুরের দফতরে পৌঁছে যেতে হবে।