HCL Recruitment 2026

ইয়ং প্রফেশনাল খুঁজছে হিন্দুস্তান কপার লিমিটেড, আবেদনের জন্য কোন শর্ত স্থির করা হয়েছে?

ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৫৫
Share:

হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।

বিশেষজ্ঞ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় ইয়ং প্রফেশনাল (জিয়োলজি) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি। কর্মীদের দেশজুড়ে জিয়োলজিক্যাল, জিয়োকেমিক্যাল এবং জিয়োফিজ়িক্যাল স্টাডির জন্য ফিল্ড ওয়ার্ক, ডেটা বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করার মতো নানাবিধ দায়িত্ব পালন করতে হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। তাঁদের মাসিক বেতন হবে ৬৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, জিয়োলজি বা অ্যাপ্লায়েড জিয়োলজিতে স্নাতকোত্তর হতে হবে। প্রয়োজন সাত বছরের পেশাগত অভিজ্ঞতাও।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করার পর উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement