ICAR-IARC Internship 2023

ইন্টার্নশিপের সুযোগ কেন্দ্রীয় সংস্থায়, কারা কী ভাবে আবেদন করতে পারবেন?

যে সমস্ত পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৩:১৮
Share:

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত

স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, নয়া দিল্লির এনটোমোলজি বিভাগের গবেষণা প্রকল্পের জন্য ইন্টার্ন প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রকল্পটি হল ‘ট্যাক্সোনমিক স্টাডিজ় অফ ফ্যামিলি এলাটেরিডাই ফ্রম নর্থ ইস্টার্ন ইন্ডিয়া (ক্লোয়িওপটেরা: এলাটেরিডাই)। ডিপার্টেমেন্ট অফ সায়েন্স এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর তরফে এই প্রকল্পটিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পে ইন্টার্ন হিসেবে দুই মাসের জন্য কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

Advertisement

জীবনবিজ্ঞান, প্রাণিবিদ্যা, এনটোমোলজি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।

অভিজ্ঞতা:

পড়ুয়াদের ট্যাক্সোনমি/ মলিকিউলার বায়োলজি/ পতঙ্গ নিয়ে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদ একটি।

পারিশ্রমিক:

নির্বাচিত প্রার্থী মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন।

৩১ জুলাই, ২০২৩-এর মধ্যে অনলাইনে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। কবে হবে ইন্টারভিউ, তা বাছাই করা প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন