ICAR IARI Recruitment 2025

স্নাতকদেরও গবেষণার সুযোগ দেবে আইসিএআর, আবেদনের শর্তাবলি কী?

সিনিয়র / জুনিয়র রিসার্চ ফেলো, ইয়ং প্রফেশনাল এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের পাশাপাশি, স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১১:৫৬
Share:

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

গবেষণার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)। ওই সংস্থার অধীনস্থ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে সিনিয়র / জুনিয়র রিসার্চ ফেলো, ইয়ং প্রফেশনাল এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের পাশাপাশি, স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

প্লান্ট বায়োটেকনোলজি, প্লান্ট ফিজ়িয়োলজি, প্লান্ট বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা উল্লিখিত বিভাগে কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকরাও আবেদন করতে পারবেন।

তবে, উভয় ক্ষেত্রেই রাইস জিনোম এডিটিং, আরএনএ ডিজ়়াইনিং, মলিকিউলার ক্লোনিং, ডিএনএ আইসোলেশন, জেনেটিক ট্রান্সফরমেশন অফ ক্রপস, প্লান্ট টিস্যু কালচারের মতো বিষয়ে নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement

উল্লিখিত কাজের জন্য ২১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে সিনিয়র / জুনিয়র রিসার্চ ফেলোরা ৩৭ হাজার টাকা, ইয়ং প্রফেশনালকে ৪২ হাজার টাকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ২০ হাজার টাকা পাবেন।

মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। আগ্রহীরা ইমেল মারফত আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৭ অগস্ট। অগস্টের শেষ সপ্তাহে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের জন্য কাদের বেছে নেওয়া হল, সেই তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (iari.res.in) প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement