আশাকর্মী হিসাবে মহিলাদের কাজের সুযোগ দেওয়া হবে। ছবি: সাটারস্টক।
নদিয়ার কল্যাণী মহকুমার চাকদহ ব্লকে আশাকর্মী প্রয়োজন। ওই কাজের জন্য তিন জনকে নিয়োগ করা হবে। নিযুক্তদের ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্যকেন্দ্রে নিযুক্ত করা হবে।
ওই কাজের জন্য বিবাহিত, বিবাহবিচ্ছিন্না, কিংবা বিধবা মহিলারা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ওই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য তাঁদের রেশন কার্ড কিংবা ভোটার কার্ড যাচাই করবে কল্যাণীর মহকুমাশাসকের দফতর।
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২. মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
৩. উচ্চশিক্ষিতেরাও আবেদনের সুযোগ পাবেন।
৪. এ ক্ষেত্রে তাঁদের মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে।
৫. সশরীরে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।
৬. স্থানীয় বিডিও, এসডিও এবং বিএমওএইচ-এর অফিস থেকে আবেদনের ফর্ম গ্রহণ করতে হবে।
৭. তবে, আবেদনপত্র বিডিও-র অফিসে জমা দিতে হবে।
৮. আবেদনপত্র বাছাই করে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে।
আবেদনের শেষ দিন ১১ অগস্ট। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই বিষয়ে বিশদ জানার জন্য নিয়মিত নদিয়ার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (nadia.gov.in) নজর রাখা প্রয়োজন।