DRDO Recruitment 2025

ইঞ্জিনিয়ারিং স্নাতকদেরও ফেলোশিপ দেবে ডিআরডিও! পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ্যতা যাচাই

কম্ব্যাট ভেহিকেলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট-এ জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকদের বেছে নেওয়া হবে। ওই সংস্থাটি ডিআরডিও-র অধীনস্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:২৯
Share:

ডিআরডিও-র তরফে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ফেলোশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও)-র তরফে ওই ফেলোশিপের ব্যবস্থা করা হয়েছে। শূন্যপদ ন’টি।

Advertisement

কারা পাবেন ওই ফেলোশিপ?

জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের বেছে নেওয়া হবে।

Advertisement

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত এবং ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

ফেলোশিপের অঙ্ক:

প্রতি মাসে ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়াও বাড়িভাড়়া, চিকিৎসা পরিষবা সংক্রান্ত বিষয়গুলিরও সুযোগ-সুবিধা থাকবে।

মেয়াদ:

চুক্তি অনুযায়ী, ফেলোশিপের মেয়াদ দু’বছর পর্যন্ত থাকবে। পরে তা কাজের উৎকর্ষ অনুযায়ী বৃদ্ধি পাবে।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, তার পাশাপাশি, স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে প্রাপ্ত নম্বরও নিয়োগের জন্য খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।

আবেদনের শর্তাবলি:

ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এ ছাড়াও ইমেল মারফত আবেদন পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ১৯ অগস্ট। পরীক্ষা কবে, সেই সম্পর্কে বিশদ ডিআরডিও-র ওয়েবসাইটে (drdo.gov.in) শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement