ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
হাইটেনশন কেবল নিয়ে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ওই বিষয়ে গবেষণা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্সেস কিংবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কোনও সমতুল্য বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র থাকা আবশ্যক। নিযুক্ত ব্যক্তিকে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
ফেলোশিপ হিসাবে প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির জন্য ২১ হাজার ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে ২২ মাসের চুক্তিতে কাজে বহাল রাখা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের হাইটেনশন কেবল সংক্রান্ত বিষয়ে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৪৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে পোর্টাল মারফত আবেদনের শেষ দিন ২৯ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।