— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পিএইচডি-র পর গবেষণার সুযোগ দেবে আইএসিএস। যাদবপুরের এই রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে ওই প্রকল্পের জন্য গবেষক প্রয়োজন। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিয়োগ করা হবে একজনকে।
পলিমার সিন্থেসিস কিংবা সমতুল বিষয়ে গবেষণার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের পিএইচডি থাকা প্রয়োজন। পাশাপাশি, পলিমার ক্রিস্টালাইজ়েশন ড্রিভেন সেলফ অ্যাসেম্বলি বিষয়ক কাজে দক্ষ হতে হবে।
নিযুক্তকে প্রাথমিক পর্যায়ে ছ’মাসের জন্য নিয়োগ করা হবে। পরে চুক্তির মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি পেতে পারে। আইএসিএস-এর নিয়োগ বিধি অনুযায়ী, তাঁকে প্রতি মাসে ফেলোশিপও দেওয়া হবে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকছে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে।