ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেশন সিকিউরিটি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে গবেষণার কাজ করার সুযোগ। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওই মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কাজ চলবে। শূন্যপদ পাঁচটি।
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন-এর অধীনস্থ ন্যাশনাল সেন্টার অফ কমিউনিকেশন সিকিউরিটি-তে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের কর্মস্থল হবে বেঙ্গালুরুর দফতরে। মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে।
ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি (আইটি), কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের টেলিকম কিংবা আইটি সিকিউরিটি সংক্রান্ত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তদের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৭৫ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।