ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পাবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার বায়োলজিক্যাল সায়েন্সেস-এর অধীন গবেষণা প্রকল্পে তাঁকে কাজ করতে হবে।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। ওই প্রকল্পে ছ’মাসের চুক্তিতে প্রাথমিক ভাবে কাজ চলবে। পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ইকোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের উদ্ভিদ নিয়ে গবেষণা এবং নমুনা পরীক্ষার কাজে দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ জানুয়ারি। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।