NPCIL Recruitment 2026

স্নাতকেরা পাবেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া-য় যোগদানের সুযোগ, কী ভাবে যোগ্যতা যাচাই?

স্টাইপেন্ডারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এক্স-রে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৮
Share:

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থায় স্টাইপেন্ডারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এক্স-রে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ১১৪।

Advertisement

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ উল্লিখিত পদে নিয়োগ করা হবে। স্টাইপেন্ডারি ট্রেনি হিসাবে মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন।

এ ছাড়াও ইলেকট্রনিক মেকানিস্ট, মেকানিস্ট, ফিটার, টার্নার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ম্যানস ট্রেডের অধীনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন প্রার্থীরাও স্টাইপেন্ডারি ট্রেনি হিসাবে কাজের সুযোগ পাবেন।

Advertisement

এ ছাড়াও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে রসায়ন, গণিত, রাশিবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকেরা কাজ করার সুযোগ পাবেন। এক্স-রে টেকনিশিয়ান হিসাবে মেডিক্যাল রেডিয়োগ্রাফি, এক্স-রে টেকনিক নিয়ে উচ্চশিক্ষিতদের নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

স্টাইপেন্ডারি ট্রেনিদের প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা দেওয়া হবে। অন্যান্য পদে নিযুক্তেরা মাসে ২১,৭০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে পাবেন।

আগ্রহীরা এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে পারবেন। লিখিত পরীক্ষা, প্রফিশিয়েন্সি টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদনের শেষ দিন ৪ ফেব্রুয়ারি। আবেদনমূল্য ১০০ থেকে ১৫০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement