কল্যাণীর আইআইআইটি। ছবি: সংগৃহীত।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রাজ্য সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’ (ডব্লুবি ডিএসটিবিটি)-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। তিন বছর প্রকল্পটিতে কাজের মেয়াদ। প্রথম দু’বছর মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। শেষ বছর সাম্মানিক দেওয়া হবে ৩০ হাজার টাকা করে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে ৬০ শতাংশ নম্বর সহ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন এবং সরাসরি, দুই মাধ্যমেই জমা দিতে হবে আবেদনপত্র। অনলাইনে ৩০ এপ্রিল এবং অফলাইনে ৫ মে আবেদনের শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।