ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে তাঁকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ফ্লুইড ডায়নামিক্স-এর ম্যাথ্মেটিক্যাল মডেল তৈরির কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা চাই।
এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তকে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে ১৬ জানুয়ারি ২০২৬-এর মধ্যে। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।