Jobs for Journalism Graduates

গণজ্ঞাপন এবং সাংবাদিকতায় ডিগ্রি রয়েছে? গ্রাফিক ডিজ়াইনের সুযোগ পেতে পারেন কলকাতা জাদুঘরে

গ্রাফিক ডিজ়াইনিং ছাড়াও ভিডিয়োগ্রাফি এবং সমাজমাধ্যম ব্যবহারে দক্ষ ব্যক্তিদের জন্য চুক্তিভিত্তিক চাকরির সুযোগ দেবে কলকাতা জাদুঘর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১১
Share:

ইন্ডিয়ান মিউজ়িয়াম। ছবি: সংগৃহীত।

কলকাতা জাদুঘরে স্বল্প সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ ওই প্রতিষ্ঠানে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রাফিক ডিজ়াইন, ভিডিয়োগ্রাফি কাম ভিডিয়ো এডিটিং, সোশ্যাল মিডিয়া স্ট্যাটেজিস্ট বিভাগে মোট তিন জনকে ওই পদে নিয়োগ করা হবে।

Advertisement

উল্লিখিত পদে কাজের জন্য প্রার্থীদের গণজ্ঞাপন, সাংবাদিকতা, জনস‌ংযোগ, মার্কেটিং, মিডিয়া সায়েন্স-এর মতো বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। গ্রাফিক ডিজ়াইন বিভাগের জন্য গ্রাফিক ডিজ়াইনিং, কিংবা অ্যানিমেশন বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর ওই কাজের অন্তত দু’বছরের পূর্বঅভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ভিডিয়োগ্রাফি কাম ভিডিয়ো এডিটিং-এর কাজে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের তরুণ পেশাদার পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের টেলিভিশন কিংবা সমাজমাধ্যমের জন্য ভিডিয়ো এডিটর হিসাবে অন্তত দু’বছরের কাজের পূর্বঅভিজ্ঞতা থাকতেই হবে।

Advertisement

সমাজমাধ্যমের জন্য পোস্ট তৈরি করেন, এমন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিরাও তরুণ পেশাদার হিসাবে কলকাতা জাদুঘরে চাকরির সুযোগ পাবেন। তবে, তাঁদের কন্টেন্ট লেখা এবং ছবি বা ইনফোগ্রাফিক-এর কাজে দক্ষতা থাকা দরকার।

উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। কাজের চাহিদা অনুযায়ী ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হবে। আগ্রহীরা ডাকযোগে কলকাতা জাদুঘরের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement