IBPS Recruitment 2026

দেশের কোন কোন ব্যাঙ্কে কর্মী নিয়োগ করে আইবিপিএস? কোন কোন পদে মেলে কাজের সুযোগ?

সম্প্রতি ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য আইবিপিএস-এর নিয়োগ পরীক্ষার মাধ্যমে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, তা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:০৫
Share:

আইবিপিএস। ছবি: সংগৃহীত।

প্রতি বছরই ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। কেন্দ্রীয় ভাবে আয়োজিত পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হয়। নিযুক্তেরা ব্যাঙ্কে বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ পান। সম্প্রতি ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য আইবিপিএস-এর নিয়োগ পরীক্ষার মাধ্যমে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, তা জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সূচিও।

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ছাড়া দেশের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কে কর্মী নিয়োগ করে স্বশাসিত সংস্থা আইবিপিএস।

কোন কোন ব্যাঙ্কে নিয়োগ হয়?

Advertisement

১। ব্যাঙ্ক অফ বরোদা

২। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

৩। কানাড়া ব্যাঙ্ক

৪। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৫। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৬। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৭। ইন্ডিয়ান ব্যাঙ্ক

৮। ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক

৯। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

১০। ইউকো ব্যাঙ্ক

১১। পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক

১২। কর্পোরেশন ব্যাঙ্ক

১৩। এলাহাবাদ ব্যাঙ্ক

১৪। অন্ধ্র ব্যাঙ্ক

১৫। সিন্ডিকেট ব্যাঙ্ক

১৬। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স

১৭। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

১৮। দেনা ব্যাঙ্ক

১৯। বিজয়া ব্যাঙ্ক

২০। আইডিবিআই ব্যাঙ্ক

উল্লেখ্য, এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্ককে ইতিমধ্যে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছে— অন্ধ্র ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক। এ ছাড়া, আইডিবিআই ব্যাঙ্কেও আইবিপিএস-এর সবসময় নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেয় না।

কোন কোন পদে নিয়োগ হয়?

১। আইবিপিএস ক্লার্ক (কাস্টোমার সার্ভিস অ্যাসোসিয়েট)

২। প্রোবেশনারি অফিসার (পিও) বা ম্যানেজমেন্ট ট্রেনি

৩। স্পেশালিস্ট অফিসার (এসও)

৪। রিজিয়োনাল রুরাল ব্যাঙ্ক (আরআরবি) অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট

নিয়োগ পরীক্ষার ধরন—

১। প্রিলিমিনারি পরীক্ষা

২। মেন পরীক্ষা

৩। ইন্টারভিউ

পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?

প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হয় অনলাইনে, সিবিটি মাধ্যমে। দেশ জুড়ে আয়োজন করা হয় পরীক্ষার। প্রশ্নপত্রে রিজ়নিং, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, নিউমেরিক্যাল এবিলিটি, সাধারণ জ্ঞান, কম্পিউটার পরিচালনা সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের মেধা যাচাই করা হয়। স্পেশালিস্ট অফিসার পদের ক্ষেত্রে পেশাগত জ্ঞান সংক্রান্ত প্রশ্নও দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement