ITI Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই লিমিটেডে ৪১ জন কর্মী নিয়োগ, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র

চিফ ম্যানেজার-লিগ্যাল পদে আবেদনকারীদের এলএলবি ডিগ্রির পাশাপাশি ১৪ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৮:৩৪
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক অধীনস্থ সংস্থা আইটিআই লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় বেশ কয়েকটি পদে কাজের সুযোগ রয়েছে। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন রাজ্য। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪১।

সংস্থার বিজ়নেস ডেভেলপমেন্ট, প্রজেক্টস, এস্টেট ম্যানেজমেন্ট, সিভিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স-সহ অন্যান্য বিভাগে কাজের সুযোগ মিলবে নিযুক্তদের। সংস্থায় তাঁদের কাজের মেয়াদ থাকবে আগামী পাঁচ বছর। এর পর সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই-সহ অন্যান্য রাজ্যে।

Advertisement

অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ২৮, ৩৮, ৪২, ৪৬, ৫০ এবং ৫৪ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়।

অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে ১৮,৫০০-২৩,৯০০ টাকা, ১৭,৫০০-২২,৩০০ টাকা, ১৬,০০০-২০,৮০০ টাকা, ১৪,৫০০-১৮,৭০০ টাকা, ১৩,০০০-১৮,২৫০ টাকা এবং ৮,৬০০-১৪,৬০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

চিফ ম্যানেজার-লিগ্যাল পদে আবেদনকারীদের জন্য প্রার্থীদের এলএলবি ডিগ্রির পাশাপাশি ১৪ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই ভাবে, অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

সমস্ত পদে প্রার্থীদের আবেদনপত্র খতিয়ে দেখে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement