JU Recruitment 2025

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মেডিক্যাল প্ল্যান্ট বোর্ডের তরফে রিজিওন্যাল কাম ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য। তাদেরই এক গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:৫৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। টেকনিক্যাল বিভাগে কাজ করতে হবে। আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মেডিক্যাল প্ল্যান্ট বোর্ডের তরফে রিজিওন্যাল কাম ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য। তাদেরই এক গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য এগ্রিকালচার বিষয়ে স্নাতক হতে হবে। পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ জুলাই। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement