প্রতীকী ছবি।
দক্ষিণ দিনাজপুরের একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার গঙ্গারামপুর ‘অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল ম্যাজিস্ট্রেট’-এর তরফে এই নিয়োগ।
কুশমন্ডি সরকারি মডেল স্কুলে চুক্তির ভিত্তিতে পড়াতে হবে। জীবনবিজ্ঞান ও পদার্থবিদ্যা বিষয়ের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি। সরকারি স্কুলের শিক্ষক পদ থেকে অবসরপ্রাপ্তেরাই শুধু আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ মে আবেদন প্রক্রিয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটটি দেখতে পারেন।