JRF Govt Jobs 2025

সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন বিভাগে হবে কর্মী নিয়োগ?

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৫:০৭
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে কর্মখালি। ওই বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

হর্টিকালচার, কৃষিবিদ্যা কিংবা লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের বায়োডাইভার্সিটি কনজ়ারভেশন, মলিকিউলার বায়োলজি, অর্গানিক ফার্মিং, মেডিসিনিয়াল প্লান্টস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিকে পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। মন্ত্রকের নিয়মানুসারে তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। মোট ছ’মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। তবে, ওই মেয়াদ কাজের প্রয়োজনে বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে আবেদন জানাতে হবে না। তাঁদের সরাসরি ২৮ মার্চ সিকিম বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে উপস্থিত থাকতে হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement