গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কলকাতা পুরসভা। রাজ্যের মেডিক্যাল কাউন্সিল-এ নথিভুক্ত চিকিৎসকেরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের আরবান প্রাইমারি হেলথ সেন্টার-এ কাজ করতে হবে। শূন্যপদ ৩৭টি।
সংশ্লিষ্ট পদে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট পদে কাজের জন্য ৬৭ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার টাকা।
কলকাতা পুরসভার ন্যাশনাল আর্বান হেলথ মিশনের দফতরে ১৯ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের নথি-সহ আবেদনপত্র সঙ্গে রাখা দরকার।