কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।
বাণিজ্যে ডিগ্রি রয়েছে? কলকাতা পুরসভায় পেতে পারেন চাকরির সুযোগ। পুরসভার স্বাস্থ্য বিভাগে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৭টি।
বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ রয়েছে— এমন প্রার্থীরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা দূরশিক্ষা মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে।
প্রার্থীদের ট্যালি এবং সমতুল সফট্ওয়্যার ব্যবহারের কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি, কোনও সরকারি সংস্থায় এক বছর কিংবা বেসরকারি সংস্থায় অন্তত দু’বছর অ্যাকাউন্টিং-এর কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঘোষণা করা হবে।