মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে কর্মখালি। মালদহ মেডিক্যাল কলেজের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপথালমোলজি, জেনারেল মেডিসিন, অ্যানাস্থেশিয়োলজি, রেডিয়োথেরাপি, জেনারেল সার্জারি এবং ফিজ়িক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। শূন্যপদ আটটি।
সংশ্লিষ্ট কাজের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রির সঙ্গে উল্লিখিত বিষয়ে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা অন্য কোনও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক।
প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই চুক্তি বৃদ্ধি পেতে পারে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাই আগ্রহীদের হাসপাতালে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে।
২৯ মে দুপুর ২টো নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে হাসপাতালের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।