Govt Jobs for Post Graduates 2025

পরামর্শদাতা পদে কর্মী চাই, কাদের সুযোগ দেবে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠান?

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে চাকরির সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা প্রয়োজন। ওই কাজের জন্য এমবিএ ডিগ্রিধারীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদে একজনকে নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তের পোস্টিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিইআর), কলকাতায় হতে চলেছে। তাঁকে পরামর্শদাতা ছাড়াও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদের দায়িত্বও পালন করতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর পরামর্শদাতা পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।

তবে, এমবিএ ছাড়াও যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তাঁদের উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

মোট ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজটি করতে আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২২ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement