এনএইচএআই। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ দেবে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য়। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এনএইচএআই অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ় ইনভিট প্রজেক্ট ম্যানেজার্স প্রাইভেট লিমিটেড-এ কাজের সুযোগ মিলবে। স্থায়ী মেয়াদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। এ জন্য প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
সংস্থার নিয়োগ হবে হেড (প্রজেক্টস অ্যান্ড অপারেশন্স) পদে। শূন্যপদ একটি। সংস্থায় নিযুক্তকে প্রথমে দু’বছর কাজ করতে হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫৫ বা ৬৩ বছরের মধ্যে হতে হবে। তাঁকে সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন জানাতে প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা। এই পদে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকেরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
চাকরিপ্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।