Government College of Art and Craft Admission 2025

ফাইন আর্টসে স্নাতকোত্তরের ইচ্ছে! যোগ্যতা থাকলে সুযোগ মিলতে পারে গভর্নমেন্ট আর্ট কলেজে

বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯
Share:

গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা। ছবি: সংগৃহীত।

শিল্পকলার নানা বিষয় নিয়ে উচ্চতর শিক্ষার সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতায়। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, পড়ুয়ারা অনলাইনেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কোর্সে।

Advertisement

প্রতিষ্ঠানে মাস্টার অফ ফাইন আর্টস (এমএফএ)-এর দু’বছরের ডিগ্রি কোর্স করা যাবে। স্পেশালাইজ় করা যাবে পেন্টিং, পেন্টিং ইন্ডিয়ান স্টাইল, মডেলিং অ্যান্ড স্কাল্পচার, গ্রাফিক ডিজ়াইন অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট, টেক্সটাইল ডিজ়াইন, উড অ্যান্ড লেদার ডিজ়াইন, সেরামিক আর্ট অ্যান্ড পটারি, প্রিন্টমেকিং এবং ম্যুরাল-এর মতো নানা বিষয়ে।

আবেদনকারীদের ২০২৩-২৫ সালের মধ্যে ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ) ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Advertisement

এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement